Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

** দর্শণীয় স্থান

১। নয়নশ্রী ইউনিয়ন পরিষদঃ নয়নশ্রী ইউনিয়ন পরিষদটি একটি পাকা অট্টালিকা। এটি ইছামতি নদীর তীরে অবস্থিত। পরিষদটির সামনে একটি বড় খেলার মাঠ রয়েছে এবং পাশেই রাধাকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাঠটির সামনে নদী এবং তীর ঘেসে সারি সারি কড়ূই ও দেবদরুন গাছ। গাছ গুলির ছায়াতলে রয়েছে একটি পাড়া ঘাট। ইউনিয়ন পরিষদের পিচনে জমিদার বাড়ী। খ্রিষ্টান ধর্মীয় লোকদের উপাসনার জন্য দুইটি গীর্জা, মুসলমানদের জন্য মসজিদ ও হিন্দুদের মন্দির।